জাতীয়বাংলাদেশলিড নিউজ

ক্ষতিগ্রস্তদের নিরাপত্তা ও জরুরি সহায়তায় পাঁচ শতাধিক নৌ সদস্য

এ বি এন এ : সরকারের নির্দেশনায় ঘূর্ণিঝড় দুর্গত এলাকায় ক্ষতিগ্রস্তদের নিরাপত্তা ও জরুরি সহায়তায় নৌ সদস্যরা সার্বক্ষণিকভাবে কাজ করে চলেছেন।

গত ২১ মে শক্তিশালী ঘূর্ণিঝড় রোয়ানু’র আঘাতে ক্ষতিগ্রস্তদের উদ্ধার ও ত্রাণ কাজে নৌবাহিনীর ৬টি জাহাজ ও হাই স্পিড বোটসহ প্রায় পাঁচ শতাধিক নৌ-সদস্যকে মোতায়েন করা হয়েছে বলে আজ আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এতে বলা হয়, বাংলাদেশের উপকূলবর্তী দ্বীপ কুতুবদিয়া, মহেশখালী ও তৎসংলগ্ন এলাকায় জরুরিভাবে ঘুর্ণিঝড় পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় এসব নৌ সদস্যদের মোতায়েন করা হয়েছে।

তাছাড়া টেকনাফ, কক্সবাজার ও চট্টগ্রামের উপকূলীয় অঞ্চলসহ গভীর সমুদ্রে নৌবাহিনীর বেশ কয়েকটি টিম ব্যাপক তল্লাশী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। কুতুবদিয়া, মহেশখালী ও তৎসংলগ্ন এলাকায় স্থানীয় প্রশাসনকে সহায়তা করার জন্য নৌবাহিনীর একাধিক কন্টিনজেন্ট নিয়োগ করা হয়েছে যারা ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহায়তাসহ নিরাপত্তা প্রদানের দায়িত্ব পালন করে যাচ্ছে।

ত্রাণ কার্যে ইতিমধ্যেই উল্লেখযোগ্য পরিমাণ খাদ্য সামগ্রী যথা চাল, ডাল, গুড়, লবণ, বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন ও জীবন রক্ষাকারী ঔষধ নৌবাহিনীর জলযানযোগে ক্ষতিগ্রস্ত এলাকায় নেয়া হয়েছে এবং তা বিতরণের কার্যক্রম চলছে। দূর্গত এলাকায় পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত নৌবাহিনী এই ত্রাণ বিতরণ ও জরুরি চিকিৎসা সেবা চালিয়ে যাবে।

Share this content:

Related Articles

Back to top button