এবিএনএ : বিদ্যুতের তার চুরির অভিযোগে কুয়েতে একটি দলকে আটক করা হয়েছে। এর মধ্যে রয়েছে বেশ কিছু বাংলাদেশী। এ খবর দিয়েছে অনলাইন কুয়েত টাইমস। এতে বলা হয়, বিদ্যুত ও পানি বিষয়ক মন্ত্রণালয়ের মালিকানাধীন বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে ধরা পড়ে তারা। স্থানীয় আবাসিক গোয়েন্দারা তাদেরকে আটক করে। বেশ কিছুদিন ধরেই স্থানীয়রা মিলে একটি গোয়েন্দা টিম গঠন করে এবং তারা সন্দেহজনকদের আটক করে জিজ্ঞাসাবাদ করে। এরপর কর্তৃপক্ষ অনুসন্ধান চালিয়ে তাদের কাছ থেকে ১০০০ কেজি তামার তার ও বিভিন্ন যন্ত্রপাতি উদ্ধার করে। আটক ব্যক্তিরা চুরি করার কথা স্বীকার করেছে। যে স্পন্সরের জন্য তাদের কাজ করার কথা। তারা তার পক্ষে কাজ করে না। তারা তাদের ভিসা ব্যবহার করে কালোবাজারে কাজ করে।