বিনোদন

ঘরোয়াভাবে জন্মদিন পালন করছেন বিদ্যা

এবিএনএ : বিদ্যা বালান। নতুন বছরের শুরুতেই তিনি পা রেখেছিলেন এই পৃথিবীতে। তাঁর প্রতিভার জোরে আজ তিনি সকলের পরিচিত এবং পছন্দের মুখ। ইতিমধ্যে শক্ত অবস্থান তৈরি করেছে বলিউডে। তিনি কাজের জন্য যতটা ডেডিকেটেড, ব্যক্তিগত জীবনে তিনি ততোটাই ঘরোয়া।

তবে নিউ ইয়ারের সঙ্গে সঙ্গে, আজ তো তাঁর জন্মদিন পালন করছে বিদ্যা। তবে তিনি একেবারেই ঘনিষ্ঠজনের উপস্থিতিতে পালন করতে চান৷ যদিও পরিবারের সঙ্গেই তিনি সময় কাটাতে ভালোবাসেন।

এই মুহূর্তে তিনি ‘বেগমজান‘ এবং ‘তুমহারি সুলু’ এই দুটি ছবির কাজ করছেন। দুটি ছবিতেই আবারও বিদ্যার নতুন রূপে দেখা দেবেন।

তবে এরইমাঝে তাঁকে তাঁর পছন্দের অভিনেতার ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি অকপটে জানান, সুযোগ পেলে রণবীর কাপুরের সঙ্গে কাজ করতে চান তিনি, কারণ অভিনেতা হিসেবে রণবীরকে যে তাঁর খুবই পছন্দ। বিদ্যার সকল ইচ্ছে পূর্ণ হোক, জন্মদিনে তার ভক্তদের পক্ষ থেকে তাঁর জন্য রইল শুভকামনা৷

Share this content:

Related Articles

Back to top button