শিক্ষা

স্কুলে ঢুকে শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা

এবিএনএ : বরিশাল নগরীর রূপাতলী এলাকায় স্কুলে ঢুকে সাইদুর রহমান হৃদয় (১৪) নামে এক ছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে রূপাতলীর শহীদ আবদুর রব সেরনিয়াবাত সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস পরব সাগর মাঠে এ ঘটনা ঘটে। হৃদয় ওই স্কুলের দশম শ্রেণীর ছাত্র। এ সময় রাফি (১৪) নামে তার আরেক বন্ধু গুরুতর আহত হয়েছে। তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, যৌন হয়রানির প্রতিবাদ করায় দুর্বৃত্তরা সকালে স্কুলে ঢুকে হৃদয়কে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে শুরু করে। এ সময় বন্ধুকে বাঁচাতে এগিয়ে এলে তারা রাফিকেও কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে তাদের উদ্ধার করে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা হৃদয়কে মৃত ঘোষণা করেন।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি আওলাদ হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কী কারণে এ ঘটনা ঘটেছে, তা এখনও জানা যায়নি। তদন্তসাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

Share this content:

Back to top button