আন্তর্জাতিক

কাবুলে শিয়া মসজিদে আত্মঘাতী হামলা: নিহত ২৭

এবিএনএ : আফগানিস্তানের রাজধানী কাবুলে  শিয়া সম্প্রদায়ের বাকির উল উলুম মসজিদে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২৭ জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছে।

সোমবার মসজিদটিতে এক অনুষ্ঠান চলাকালে একজন আত্মঘাতী হামলাকারী বিস্ফোরণ ঘটালে এ হতাহতের ঘটনা ঘটে। আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাতে এ খবর জানিয়েছে।

কাবুল পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান ফ্রাইদুন ওবাদি জানিয়েছেন, মসজিদটিতে মুসল্লিদের দিকে বোমা নিক্ষেপ করা হলে অন্তত ২৭ জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছেন। এখন পর্যন্ত এ হামলার দায়-দায়িত্ব স্বীকার করেনি কেউ।

Share this content:

Related Articles

Back to top button