আন্তর্জাতিকলিড নিউজ

কাবুলে ব্যস্ত রাস্তায় গাড়িবোমা হামলায় নিহত ৪০

এবিএনএ : আফগানিস্তানের রাজধানী কাবুলের রাস্তায় ভিড়ের মধ্যে গাড়িবোমা হামলায় অন্তত ৪০ জন নিহত এবং আরো একশ ৪০ জন আহত হয়েছেন। শনিবারের ওই হামলার দায় নিয়েছে তালেবান। দেশটির সরকারি কর্মকর্তারা বলছেন, যেখানে অ্যাম্বুলেন্সে রাখা বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে ওই এলাকায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুরাতন ভবন এবং বেশ কয়েকটি দূতাবাস রয়েছে। এছাড়া বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যালয় রয়েছে সেখানে। বহু ব্যবসায়ী ওই এলাকায় প্রতিদিন ভিড় জমান।

কাবুল পুলিশের মুখপাত্র বাসের মুজাহিদ জানান, প্রথম তল্লাশি চৌকি দ্রুত অতিক্রম করে গাড়িটি চলে আসার পর পুলিশ তা আটকে দেয়। সে সময় গাড়িটি ভিন্ন রাস্তা ধরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তিনি আরো বলেন, পরে পুলিশ ওই গাড়িটি থামানোর চেষ্টা করে। কিন্তু তার আগেই ওই অ্যাম্বুলেন্স বিস্ফোরিত হয়। শহরের সরকারি হাসপাতালে আহতদের ভিড় লেগে গেছে। সরকারি কর্মকর্তারা বলছেন, আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। সে ক্ষেত্রে নিহতের সংখ্যা আরো বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াহেদ মাজরোহ জানান, একেবারে খারাপ অবস্থা। পরিস্থিতি ভয়াবহ। ভয়াবহ কাণ্ড ঘটে গেছে। আমি চোখ মেলে সেই দৃশ্য দেখতে পারছি না। পরিস্থিতিটা আসলেই দেখার মতো নয়।

Share this content:

Back to top button