এবিএনএ : বিশ্বের মধ্যে করোনা ভাইরাসে সবচেয়ে শোচনীয় অবস্থায় রয়েছে যুক্তরাষ্ট্র। সেখানে মৃত্যু লাখ ছুঁতে চলেছে। মঙ্গলবার ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুসারে, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মারা গেছে ৯৯ হাজার ৮৮৩ জন। আর আক্রান্ত হয়েছে ১৭ লাখের বেশি।
জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, দেশটিতে বর্তমানে মোট মৃত্যু ৯৮ হাজার ২২৩ জন। আর আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ১৬ লাখ ৬২ হাজার ৭৬৮ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন তিন লাখ ৭৯ হাজার ১৫৭ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে ৫৩২ জনের মৃত্যু হয়েছে।
Share this content: