আন্তর্জাতিক

দাবানলে বিপর্যস্ত ইসরায়েল, জেরুজালেমের পাশের অঞ্চল থেকে বাসিন্দা সরিয়ে নেওয়া হচ্ছে

এবিএনএ: ইসরায়েলের দখলকৃত জেরুজালেমের পশ্চিমাঞ্চলের এস্টাওল বনাঞ্চলে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। আগুনের তীব্রতা এতটাই বেশি যে, ওই অঞ্চলের কয়েকটি কমিউনিটি এলাকা খালি করে দিতে হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ‘জাতীয় জরুরি অবস্থা’ ঘোষণা করেছেন। খবর টাইমস অব ইসরায়েল-এর।

বুধবার বিকালে দাবানল ছড়িয়ে পড়ে রাজধানীর নিকটবর্তী এস্টাওল বনাঞ্চলে। আগুনের কারণে তেলআবিব থেকে জেরুজালেম যাওয়ার প্রধান মহাসড়ক ‘রুট-১’ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সড়কে চলা গাড়ির অনেক যাত্রী আগুন কাছে চলে আসায় দ্রুত গাড়ি ফেলে পালিয়ে যান—এমন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস জানিয়েছে, জেরুজালেমের পার্শ্ববর্তী পাহাড়ি অঞ্চলের অন্তত পাঁচটি স্থানে আগুন ছড়িয়েছে। প্রচণ্ড তাপপ্রবাহ ও শক্তিশালী বাতাসের কারণে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে।

নেভে শালোম, বেকো’আ, টা’ওজ এবং নাখশোনসহ আশপাশের গ্রামগুলো খালি করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে লাটরুনের সামরিক স্মৃতিস্তম্ভ এবং একটি আশ্রম থেকেও মানুষ সরিয়ে নেওয়া হয়েছে। এ ছাড়া পর্যটকদের সরিয়ে নেওয়া হয়েছে পার্শ্ববর্তী পার্কগুলো থেকেও।

ইসরায়েলের উদ্ধার সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) জানিয়েছে, এটি সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানল। বিপদের মুখে রয়েছে শত শত বেসামরিক নাগরিক। পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী।

তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

Share this content:

Related Articles

Back to top button