এবিএনএ : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। এই ভাইরাস সংক্রমণে চীনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬৬৩ জনে। এদিকে ইতালিতে এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন সাতজন। চীনে গত ২৪ ঘণ্টায় ৭১ জনের মৃত্যু হয়েছে। তবে আক্রান্তের সংখ্যা দেশটিতে কমতে শুরু করেছে। দক্ষিণ কোরিয়ায় নতুন করে ২৩১ জনসহ মোট আক্রান্ত হয়েছে ৮৩০ জন। এদিকে ইতালিতে করোনায় মৃত্যু হয়েছে সাতজনের। দেশটির উত্তরাঞ্চলে এ মৃত্যুর ঘটনা ঘটেছে। সর্বশেষ প্রাপ্ত তথ্য বলছে, দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২২৯জন। অন্যদিকে করোনাভাইরাস বিশ্বব্যাপী ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।