এবিএনএ : অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলিউডের আলোচিত নায়িকা বিপাশা বসু। আগামী ৩০ এপ্রিল প্রেমিক করণ সিং গ্রোভারের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হবেন তিনি। ভারতের একাধিক গণমাধ্যমে এ খবর প্রকাশিত হয়েছে। তবে এ বিষয়ে এখনও কোনো বক্তব্য দেননি বিপাশা এবং করণ। সম্প্রতি করণের মায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বিপাশা। আর তারপরই ঘনিষ্ঠ মহলে বিয়ের দিন ঘোষণা করেন করণের মা। সেখান থেকেই এই খবর ছড়ায়।
কিছুদিন আগে বিয়ে নিয়ে সাংবাদিকদের মাতামাতিতে কিছুটা বিরক্ত হয়েছিলেন বিপাশা। তখন তিনি কয়েকটি টুইটের মাধ্যমে বলেছিলেন, আমার বিয়ের খবরটা আমিই দেব। আপনারা একটু অপেক্ষা করুন। ‘অ্যালোন’ সিনেমার শুটিংয়ে করণের সঙ্গে দেখা হয়েছিল বিপাশার। বেশ কয়েকবছর চুটিয়ে প্রেম করেছেন আলোচিত এ জুটি। আগের স্ত্রীর সঙ্গে করণের ডিভোর্স সংক্রান্ত জটিলতা থাকায় বিয়ের দিন পিছিয়ে যাচ্ছিল। তবে সেই ঝামেলা এখন আর নেই। বিয়ে না হলেও বিয়ে পূর্ববর্তী হানিমুন ঠিকই পালন করেছেন এ প্রেমিকযুগল। জন্মদিন পালন হোক বা ছুটি কাটানো— এক সঙ্গে বহু সময় কাটিয়েছেন বিপাশা-করণ। উল্লেখ্য, করণের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ানোর আগে বেশ কয়েকবছর বলিউডের আরেক হিরো জন আব্রাহামের সঙ্গে প্রেম করেছেন বিপাশা বসু। তবে সেই প্রেমের সম্পর্ক ভেঙে নতুন করে করণের সঙ্গে প্রেমে জড়ান বিপাশা। তাছাড়া, বিভিন্ন গণমাধ্যমের খবর, একাধিক বিয়েও নাকি করেছিলেন বিপাশা।