বিনোদন

‘কখনই কাউকে চুমু খাইনি’!

এবিএনএ : শিরোনাম দেখেই হয়তো অবাক হয়ে গেছেন। ভাবছেন নতুন, পুরনো অনেক ছবিতেই তো দেখা গেছে নায়কের ঠোঁট ছুঁয়ে যাচ্ছে ঐশ্বরিয়ার ঠোঁট! তার পরেও কীভাব এমন দাবি করছেন নায়িকা?

বলিউডে জোর গুজব, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এ রণবীর কাপুরের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করে শ্বশুরবাড়িতে তোপের মুখে আছেন ঐশ্বরিয়া। তোপের মাত্রাটা আরও বেড়েছে তার এক বক্তব্যে, যখন তিনি ওই যৌনদৃশ্যগুলো ছেঁটে দেওয়া নিয়ে মৃদু আপত্তি তোলেন সংবাদমাধ্যমে। তার পরেই এক সাক্ষাৎকারে চুমু খাওয়া নিয়ে কথা বলতে শোনা গেল ঐশ্বরিয়াকে।

ঐশ্বরিয়ার দাবি, আজ পর্যন্ত কোন ছবিতেই তিনি নায়কদের চুমু খাননি। ছবি ধরে ধরে সেই হিসেব দিয়েছেন নায়িকা। এ ব্যাপারে তিনি বলেন, ‘ব্রাইড অ্যান্ড প্রেজুডিস-এ আমার একটা চুমু খাওয়ার দৃশ্য ছিল। আমি পরিচালককে বলি, গুরিন্দর, এই দৃশ্যটা বাদ দাও! এটা তোমার ছবির চিত্রনাট্যে এমন কিছু গুরুত্বপূর্ণ নয়। গুরিন্দরও ছাড়বে না। শেষ পর্যন্ত শটটা এমন ভাবে নেওয়া হল যাতে মনে হয় আমরা চুমু খাচ্ছি! কিন্তু আদৌ ওসব কিছুই ঘটেনি।’

ঐশ্বরিয়া আরও বলেন, “লীনা যাদবের শব্দ ছবিতেও আমার চুমু খাওয়ার দৃশ্য ছিল। সেখানেও একই ভাবে শটটা ম্যানেজ করা হয়। আসলে, আমার সব সময়েই এটা মাথায় থাকে যে লোকে এটা নিয়ে কী কী বলতে পারে! পাবলিক ফিগার বলে আমি এসব স্পর্শকাতর ব্যাপারে নিজের দায়িত্ব এড়িয়ে যেতে পারি না।”

আরও একধাপ এগিয়ে নায়িকা জানিয়েছেন, ‘ধুম ২’ করার সময়েও তিনি এই ব্যাপারে সচেতন ছিলেন। সেই জন্য নকল হলেও যাতে চুমু বলে চোখে না লাগে, সেই জন্য ব্যাপারটাকে একটা সংলাপের মধ্যে রাখা হয়েছিল। তবে দুটি ছবির চুমুর  ব্যাপারে কিছুই বলেননি ঐশ্বরিয়া! এর মধ্যে ‘জোশ’ ছবিতে চন্দ্রচূড় সিংকে খাওয়া তার চুমু! আর, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’এ রণবীরকে কাপুরকে খাওয়া চুমু! এখন প্রশ্ন উঠছে ওগুলো কি তাহলে সত্যিই চুমু ছিল?

Share this content:

Related Articles

Back to top button