
এবিএনএ : সম্প্রতি হোয়াইট হাউজে কর্মরত ব্যক্তিদের আর্থিক অবস্থার তথ্য সম্বলিত নথি প্রকাশ করা হয়েছে। এত দেখা যায়, মার্কিন প্রেসিডেন্টের বাসভবনে কর্মরত অধিকাংশ জ্যেষ্ঠ কর্মকর্তার মিলিয়ন মিলিয়ন ডলারের সম্পত্তি রয়েছে।
নথিতে আরো দেখা গেছে যে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কন্যা ইভাঙ্কা ও তার স্বামী জারেড কুশনারের যৌথ সম্পদের পরিমাণ প্রায় ৭৪ কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ৫ হাজার ৯শ’ ৩৫ কোটি টাকার মতো। এছাড়া গত বছর ট্রাম্প আন্তর্জাতিক হোটেলের মাধ্যমে মার্কিন প্রেসিডেন্টেরও প্রায় ৫০ লাখ ডলার আয় হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে এ নথিতে।
গত শুক্রবারে প্রকাশিত নথিটিতে মার্কিন প্রশাসনের উচ্চসারির অনেক কর্মকর্তার সম্পদ ও বেতনের পূর্ণাঙ্গ হিসেব তুলে ধরা হয়। উল্লেখ্য, হোয়াইট হাউজে কাজ শুরুর আগে এর কর্মীদের আর্থিক অবস্থার বিবরণ পেশ করতে হয় এবং দায়িত্বপালন শেষে আরেকটি হিসাবের মাধ্যমে দেখা হয় যে, তাদের সম্পত্তি অনিয়ন্ত্রিতভাবে হঠাৎ বেড়ে গেছে কিনা। এটা দেশটির পুরনো ঐতিহ্য এবং তা হোয়াইট হাউজের কর্মীদের সততার দিকটি ফুটিয়ে তুলে।
তবে, অবাক করার বিষয় হচ্ছে এই নথিতে সম্পদের হিসেব প্রদান করা থেকে বিরত রয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স।
Share this content: