এবিএনএ : জনপ্রিয় খেলাগুলোর মধ্যে দাবা অন্যতম। ডিজিটালের এই যুগে বাড়িতে বসে অনলাইনেই সব কিছু হয়ে যায়। তা থেকে বাদ পড়েনি দাবা খেলাও। বাড়ির ডেস্কটপে মাউসের কারসাজিতে এতদিন এই খেলার সুযোগ ছিল। এবার অনলাইনে সোশাল নেটওয়ার্কিং সাইটে বন্ধুদের সঙ্গেও দাবা খেলতে পারবেন আপনি। সুযোগ মিলবে ফেসবুক অ্যাপের মাধ্যমে। শুধু ডেস্কটপ নয়, অনলাইনে দাবা খেলতে পারবেন স্মার্টফোনের ইউজাররাও। অতএব দাবা খেলার জন্য বাড়ির কাউকে না পেলে আর হতাশ হবেন না। এবার আপনি দূরের বন্ধুদের সঙ্গে দাবা খেলুন ফেসবুক মেসেঞ্জারে। তার জন্য ফেসবুক মেসেঞ্জারে গিয়ে @fbchess play -তে enter করতে হবে। চাল দিয়ে বাজিমাত করতে হলে ব্যবহার করা যাবে @fbchess Pd3 – এর মতো কম্যান্ড।
Share this content: