বাংলাদেশরাজনীতিলিড নিউজ

এত অভিযোগের পরেও কমিশনের কোন উদ্যোগ নেই: ইশরাক

এবিএনএ : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন অভিযোগ করে বলেছেন, অনেক জায়গায় ধানের শীষের পোস্টার লাগাতে বাধা দেয়া হচ্ছে। বিভিন্ন স্থানে লাগানো পোস্টার ছিড়ে ফেলা হচ্ছে। এসব বিষয়ে নির্বাচন কমিশনে আমরা প্রতিদিনেই অভিযোগ করছি। কিন্তু কমিশনের থেকে কোন উদ্যোগ দেখছি না। এটা লেভেল প্লেয়িং-এর নমুনা হতে পারে না। বুধবার ধানমন্ডি বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে নির্বাচনী প্রচারণা শুরুর আগে তিনি এসব কথা বলেন।

এসময় অন্যদের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, এডভোকেট শিমুল বিশ্বাস, সুলতান সালাহ উদ্দিন টুকু, ছাত্রদলের সভাপাতি ফজলুর রহমান খোকনসহ ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অবিভক্ত ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার বড় ছেলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, প্রতিদিনেই বিভিন্ন এলাকা থেকে ধানের শীষের পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে। পোস্টার লাগাতে বাঁধা দেয়া এবং কর্মীদের মারধর ও পুলিশে ধরিয়ে দেয়ার হুমকি দেয়া হচ্ছে।

তিনি বলেন, রাজধানীর প্রায় এলাকা মহানগরীর অধীন হলেও এ এলাকার মানুষ আধুনিক সুযোগ সুবিধা পাচ্ছেনা। আমরা নির্বাচিত হলে আধুনিক ঢাকার সঙ্গে তাল মিলিয়ে সব জায়গার উন্নয়ন করবো। বিরাজমান সমস্যা দূরীকরণ, বায়ুষণসহ পরিবেশ উন্নয়নে সর্বোচ্চ গুরূত্ব দেয়া হবে। গণসংযোগে বিপুল সংখক কর্মী-সমর্থক এবং সাধারন মানুষের অংশগ্রহণকে শো-ডাউন বলে আওয়ামী লীগ যে অভিযোগ করছে তা নাকচ করে তিনি বলেন, এটা শো-ডাউন নয়। এটি এলাকার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। এটি বিএনপির প্রতি সাধারণ মানুষের ব্যাপক সমর্থনের বহিঃপ্রকাশ।

বিএনপির এই প্রার্থী নির্বাচনী প্রচারণার ষষ্ঠদিনে ধানমন্ডি ১৪ নং সড়কে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে বেলা একটায় নির্বাচনী প্রচারণা শুরু করেন। রাস্তার পাশো দাঁড়িয়ে থেকে নারী-পুরুষসহ নানা শ্রেণী-পেশার মানুষ হাত নেড়ে, করতালি দিয়ে ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানান। তিনিও হাত নেড়ে জনতার শুভেচ্ছার জবাব দেন। ধানমন্ডি ১৫ নম্বর ঝিকাতলা হয়ে হাজারীবাগ, রায়েরবাজার এলাকায় গণসংযোগ করেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

Share this content:

Related Articles

Back to top button