বিনোদন

এখনো বলিউডে নিজেকে উপযুক্ত মনে করি না: সানি লিওন

এ বি এন এ : ২০১২ সালে বলিউডে পদাপর্ণের পর বেশ কয়েকটি ছবিতে কাজ করেছেন সানি লিওনি। তবে তিনি মনে করেন বলিউডে এখনো উপযুক্ত হয়ে উঠতে পারেননি ।

নিজেকে এখনো বলিউডের বাইরের একজন মনে করেন কিনা এমন প্রশ্নের উত্তরে সানি লিওনি বলেছেন, হ্যাঁ, অবশ্যই। কিন্তু যারা নতুন সবাই এমনই মনে করে। আমি এখনো নিজেকে বলিউডের জন্য পুরোপুরি উপযুক্ত মনে করি না।
অবশ্য সানি এমনও মনে করেন বলিউডে কিছু সুন্দর মানুষকে পেয়েছেন তিনি যারা বলিউডে বেড়ে উঠতে সাহায্য করেছে।
চার বছরের বলিউড ক্যারিয়ারে ‘জিসম ২’ ও ‘এক পেহলি লীলা’ মতো সফল ছবি যেমন উপহার দিয়েছেন তেমনি তার ‘কুচ কুচ লোচা হ্যায়’, ‘ওয়ান নাইট স্ট্যান্ড’ ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। এধরনের অভিজ্ঞতা তার ওপর কোনো প্রভান ফেলেছে কি না জানতে চাইলে সানি বলেন, হ্যাঁ, আর এটি যদি না হয় তাহলে নিজেকে মানুষ বলব না। কিন্তু এ বিষয়ে আমার একটি কৌশল রয়েছে। সব সময় খারাপের মধ্যে ভালো কিছু খুঁজে বের করার চেষ্টা করি।

 

Share this content:

Related Articles

Back to top button