বাংলাদেশরাজনীতিলিড নিউজ

এক বছর পর নয়াপল্টন কার্যালয়ে খালেদা

এ বি এন এ : খালেদা জিয়া। রাজধানীর বিভিন্ন পয়েন্টে খাবার বিতরণ শেষে আজ বিকাল সোয়া পাঁচটার দিকে বিশ্রামের জন্য খালেদা জিয়া নয়াপল্টন কার্যালয়ের দ্বিতীয়তলায় তার কক্ষে যান। এসময় বিএনপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। এর আগে বেলা সাড়ে ১১টায় বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে তার মাজারে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

 

এরপর রাজধানীর মানিক মিয়া এভিনিউর টিএন্ডটির মাঠে দুস্থদের মধ্যে খাবার বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন। এরপর রাজধানীর ৩২টি পয়েন্টে খাবার বিতরণ করেন তিনি।

 

সর্বশেষ শান্তিনগর থেকে ভাসানী ভবনের সামনে খাবার বিতরণ করেন। উল্লেখ্য, সর্বশেষ গত ১লা বৈশাখে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনের জাসাসের কর্মসূচীতে অংশ নিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন। তবে কার্যালয়ে তার কক্ষে যাননি। এর আগে ২০১৫ সালের ৫ই জানুয়ারির সমাবেশকে কেন্দ্র করে তার কক্ষটি পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছিল। কিন্তু ৩রা জানুয়ারি রাতে গুলশান কার্যালয়ে তাকে অবরুদ্ধ করে আইনশৃঙ্খলা বাহিনী।

 

পরে আর নয়াপল্টন কার্যালয়ে যেতে পারেননি তিনি। তবে ২০১৩ সালের মার্চে নয়াপল্টন থেকে বিএনপির দেড় শতাধিক নেতাকর্মীকে আটক করেছিল পুলিশ। ভাঙচুর করা হয়েছিল কার্যলয়। এরপর কার্যালয় পরিদর্শনে গিয়েছিলেন তিনি।  এরপর সর্বশেষ ২২শে এপ্রিল সিটি করপোরেশনের নির্বাচনে প্রচারণাকালে তার গাড়িবহরে হামলা চালালে নয়াপল্টন কার্যালয়ে আশ্রয় নেন খালেদা জিয়া।

Share this content:

Back to top button