খেলাধুলালিড নিউজ

মেসির বিয়ে

এবিএনএ : পাদ্রির সামনে দুজনে ‘আই ডু’ বলে শপথ নিলেন। ব্যস, হয়ে গেলেন দুজন দুজনার। মহা ধুমধামেই পরশু রোজারিওর সিটি সেন্টারে হয়ে গেল লিওনেল মেসি ও আন্তোনেল্লা রোকুজ্জোর বিয়ে, আদর করে যে জুটিকে ডাকা হয় ‘আন্তো-লিও’। বার্সেলোনা ও আর্জেন্টিনার অনেক তারকা ফুটবলার ছিলেন অনুষ্ঠানে, ছিলেন শো-বিজ জগতের অনেক তারকাও। সব সংশয় উড়িয়ে শেষ পর্যন্ত অনুষ্ঠানে গান গেয়েছেন মেসির বার্সা সতীর্থ জেরার্ড পিকের কলম্বিয়ান গায়িকা স্ত্রী শাকিরাও। এমনি এমনিই তো আর আর্জেন্টিনার শতাব্দীর সেরা বিয়ে বলা হচ্ছে না এটিকে!

মিস্টার অ্যান্ড মিসেস মেসি

টুইটারে কেউ একজন এই ছবির ক্যাপশনে লিখেছিলেন, ‘আমাদের “মেসি” উপহার দেওয়ার জন্য ধন্যবাদ!’ ছবির এই তিনজনই যে মেসির পরিবার—মা সেলিয়া কুচিত্তিনি, বাবা হোর্হে মেসি ও বোন মারিয়া সল মেসি

 

তিনজনই মেসির সাবেক বার্সা সতীর্থ। কার্লোস পুয়োল (বাঁয়ে) ও জাভি (মাঝে) তো অবসরই নিয়েছেন, ফ্যাব্রিগাস আছেন চেলসিতে। তিনজনই বন্ধুর বিয়েতে এসেছিলেন স্ত্রীকে নিয়ে

মেসির সাবেক বার্সা সতীর্থ স্যামুয়েল ইতো সস্ত্রীক এসেছেন অতিথি হয়ে। আলাদাভাবে ফ্রেমবন্দী হলেন নেইমার–মেসি–আলভেজ। আর (ডানে) এত এত তারকা, তারপরও আর্জেন্টিনার সবচেয়ে বড় তারকার বিয়ে…রাস্তায় উৎসুক দর্শকের ভিড় তো হবেই।

Share this content:

Back to top button