আমেরিকালিড নিউজ

দুতের্তের সঙ্গে ‘মহৎ সম্পর্কে’ ট্রাম্প

এবিএনএ : ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘মহৎ সম্পর্কের’ সৃষ্টি হয়েছে। ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় রোববার রাতে দুতের্তের সঙ্গে বৈঠকের পর এমনটাই জানিয়েছেন ট্রাম্প।
সময়টা যে ট্রাম্প ও দুতের্তের ভালো কেটেছে নৈশভোজেই তার প্রমাণ পাওয়া গেছে। ট্রাম্পের সম্মানে আয়োজিত নৈশভোজে ফিলিপাইনের প্রেসিডেন্ট স্থানীয় এক শিল্পীর সঙ্গে সুর মিলিয়ে প্রেম সঙ্গীতও গেয়েছেন। পরে দুতের্তে বলেছেন, ‘ যুক্তরাষ্ট্রের কমান্ডার ইন চিফের নির্দেশে আমি অনাহুতভাবে এই সঙ্গীত পরিবেশন করেছি।’
এর আগে বারাক ওবামা প্রশাসন দুতের্তের মাদকবিরোধী অভিযানের সমালোচনা করেছিল। এর জের ধরে ওবামাকে ‘বেশ্যাপুত্র’ বলে গালি দিতেও ছাড় দেননি ফিলিপাইনের প্রেসিডেন্ট। ভিয়েতনামে অ্যাপেক সম্মেলনে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের কাছে দুতের্তে বলেছিলেন, মার্কিন প্রেসিডেন্ট যদি তাকে ফিলিপাইনের মাদকবিরোধী ও মানবাধিকার বিষয়ে প্রশ্ন করে তাহলে তিনি তাকে বলবেন, ‘এই বিষয় সরিয়ে রাখুন, এটা আপনার নয়, আমার বিষয়।’
রোববার ‍দুতের্তের সঙ্গে বৈঠকে ফিলিপাইনর মানবাধিকারের বিষয়টি ট্রাম্প তুলেছিলেন কিনা তা সুষ্পষ্টভাবে জানা যায়নি। তবে হোয়াইট হাউজের মুখপাত্র সারাহ স্যান্ডার্স জানিয়েছেন, একান্ত বৈঠকে ট্রাম্প মাদকবিরোধী অভিযানের প্রেক্ষাপটে মানবাধিকার লংঘনের বিষয়টি সংক্ষিপ্তকারে তুলেছিলেন। তবে এর বিস্তারিত আর কিছু জানাননি সারাহ।

Share this content:

Related Articles

Back to top button