
এ বি এন এ : সিলেটে নির্মমভাবে আহত কলেজছাত্রী খাদিজা বেগম নার্গিসকে কোপানোর মামলার আসামি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা বদরুল আলমের অপরাধ বিবেচনা করেই দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। বৃহস্পতিবার তিনি বলেন, দলীয় পরিচয় মুখ্য নয়, অপরাধ বিবেচনা করেই সিলেট সরকারি মহিলা কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী খাদিজা বেগম নার্গিসের ওপর হামলাকারী বদরুলকে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে।
Share this content: