আন্তর্জাতিকলিড নিউজ

ইরানকে বিশ্বশক্তি মেনে নিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান

এবিএনএ: ইরানের রাজধানী তেহরানে যুক্তরাষ্ট্রের পতন শীর্ষক দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে। এই সম্মেলনে মার্কিনবিরোধী বিভিন্ন গবেষক ও চিন্তাবিদরা অংশ নিয়েছেন। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, এ সম্মেলন থেকে ইরানকে বিশ্বের একটি শক্তি হিসেবে মেনে নিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন সম্মেলনের বিজ্ঞান বিষয়ক সচিব মোহাম্মাদ বাকের খোররামশাদ।

উদ্বোধনী ভাষণে তিনি বলেছেন, বহু বছর আগেই যুক্তরাষ্ট্রের পতন শুরু হয়ে গেছে। দেশটির অভ্যন্তরীণ পরিস্থিতির পাশাপাশি আফগানিস্তানে তাদের পরাজয় এ ক্ষেত্রে বড় দৃষ্টান্ত।বাকের খোররামশাদ আরও বলেন, গোটা বিশ্বের মানুষই নানাভাবে মার্কিন সাম্রাজ্যবাদের কারণে ক্ষতির শিকার। ইয়েমেন, লেবানন ও ভেনিজুয়েলাতেও মার্কিন আগ্রাসী চেহারা দৃশ্যমান। তাই আজ বহু মানুষই আধিপত্যকামী আমেরিকা-বিহীন বিশ্ব দেখতে চায়।

ইরনার খবরে বলা হয়, মার্কিনবিরোধী এ সম্মেলনে ২১টি বিশ্ববিদ্যালয় ও সংস্থা সার্বিক সহযোগিতা দিচ্ছে। সম্মেলনে ১১০টি গবেষণামূলক প্রবন্ধ জমা পড়েছে। এর মধ্যে ৫৮টি প্রকাশ করা হবে।

Share this content:

Related Articles

Back to top button