এবিএনএ: ইন্দোনেশিয়ায় ফুটবল মাঠে পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ১৭৪ জনে ঠেকেছে। বিবিসি জানিয়েছে, বিশ্বের সবচেয়ে খারাপ স্টেডিয়াম বিপর্যয়ের মধ্যে একটি এটি। মাঠে দুই দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হলে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ। এরপর দর্শকদের হুড়োহুড়িতে পদদলিত হয়ে এখন পর্যন্ত ১৭৪ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, পূর্ব জাভায় স্থানীয় দল আরেমা এফসি প্রতিপক্ষ পার্সেবায়া সুরাবায়ার কাছে ২-৩ গোলে হেরে যাওয়ার পর সংঘর্ষ ও পদদলিত হয়ে প্রায় ১৮০ জন আহত হয়েছে। দেশটির মুখ্য নিরাপত্তা মন্ত্রী বলেছেন, স্টেডিয়ামটিতে দর্শক ধারণক্ষমতা ৩৮ হাজার। এর বাইরে আরো চার হাজার দর্শকের সমাগম হয়েছিল। পুলিশ জানিয়েছে, স্টেডিয়ামে খেলায় পার্সিবায়া সুরাবায়া টিমের কাছে হেরে যায় আরেমা এফসি। তাতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন ভক্ত-সমর্থকরা। শেষ বাঁশি বাজার পরপরই বহু দর্শক মাঠে নেমে যায়। পরে সংঘর্ষ শুরু হয়।
পূর্ব জাভার পুলিশ প্রধান জানান, মাঠটি রণক্ষেত্রে পরিণত হয়। তারা পুলিশ কর্মকর্তাদের ওপর হামলা শুরু করে, গাড়ি ভাঙতেও শুরু করে। পুলিশ তখন কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এরপর পদদলিত হওয়া ও শ্বাসরোধের মতো ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুই পুলিশ কর্মকর্তাও রয়েছেন।তিনি আরো বলেন, মাঠের সকল দর্শক নৈরাজ্য সৃষ্টিকারী ছিল না। কেবল প্রায় তিন হাজার দর্শক মাঠে ঢুকে পড়েছিল। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ইন্দোনেশিয়ার শীর্ষ লীগের সবগুলো খেলা বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট জোকো উইদোদো।