‘ভারতের সঙ্গে গোলামির চুক্তি’র অভিযোগ নিউইয়র্ক বিএনপির

এবিএনএ : ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে গিয়ে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়ার চুক্তি করেছেন। অনেক রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা আজ শেখ হাসিনার ব্যক্তিস্বার্থে বিপন্ন’-এমন অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্র বিএনপির নেতারা।
গতকাল শনিবার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে চাংপাই চায়নিজ রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক আন্তর্জাতিক সম্পাদক গিয়াস আহমেদ প্রশ্নোত্তর পর্বে আরো উল্লেখ করেন, ‘চীনের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করার মধ্যে অপরাধ বা অন্যায় দেখি না। কারণ, চীন হচ্ছে বাংলাদেশ থেকে অনেক দূরে। অপরদিকে, বাংলাদেশের তিন পাশেই ভারতের অবস্থান। তাই ভারতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির অর্থ হচ্ছে বাংলাদেশের ন্যূনতম সার্বভৌমত্বও বিকিয়ে দেওয়ার সামিল।
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য উপস্থাপন করেন গিয়াস আহমেদ। তিনি আরো বলেন, ‘ভারতের সঙ্গে কি ধরনের চুক্তি হচ্ছে, তা যদি আগেই সর্বসাধারণকে অবহিত করা হতো, তাহলে কোন আপত্তি উঠতো না। গোলামির চুক্তি বলেই সবকিছু গোপন রাখা হয়েছে। বাংলাদেশের মানুষ এমন চুক্তিকে কখনোই মেনে নেবে না। এর বিরুদ্ধে প্রবাস থেকে দুর্বার আন্দোলন রচনা করা হবে।’
‘জাতিসংঘ, হোয়াইট হাউজ এবং ক্যাপিটল হিলের সামনে বিএনপির উদ্যোগে মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ করার মধ্য দিয়ে দেশবিরোধী চুক্তির তথ্য আন্তর্জাতিক বন্ধুদের অবহিত করা হবে’-বলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল।
যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক সম্পাদক এম এ বাতিন সংবাদ সম্মেলনের প্রেক্ষাপট উপস্থাপনের সময় বলেন, ‘১/১১ এর মত আবারো বিএনপির নেতৃত্বে এই নিউইয়র্ক থেকেই দেশ বিরোধী সকল অপকর্মের বিরুদ্ধে দুর্বার আন্দোলন রচনা করতে হবে। এজন্যে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, জাসাসের সর্বস্তরের নেতা-কর্মীদের বিএনপির পতাকাতলে ঐক্যবদ্ধ থাকতে হবে।’
সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দের মধ্যে আরো ছিলেন- যুক্তরাষ্ট্র বিএনপির নেতা আজহারুল হক মিল্টন, মাহফুজুল মাওলা নান্নু, আনোয়ারুল ইসলাম, আবু সুফিয়ান, আবুল বাশার, জাহাঙ্গির সোহরাওয়ার্দি, সৈয়দা মাহমুদা শিরিন, সাদী মিন্টু, বিল্লাল হোসেন, যুক্তরাষ্ট্র ছাত্রদলের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জনি প্রমুখ।
Share this content: