আমেরিকা

আমেরিকার নতুন ভিত তৈরি করেছি

এবিএনএ : টানা দুই মেয়াদের শাসনামলের সফলতা আর বিভিন্ন পরিকল্পনার ভবিষ্যৎ প্রয়োজনীয়তা তুলে ধরে দেশবাসীর উদ্দেশে চিঠি লিখেছেন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা। বৃহস্পতিবার তাঁর কার্যালয় হোয়াইট হাউস এ চিঠি প্রকাশ করে।
চিঠিতে ওবামা লিখেছেন, ‘আমি আমার দায়িত্ব হস্তান্তর করে একজন সাধারণ আমেরিকানের মতো জীবনযাপনের প্রস্তুতির এই মুহূর্তে গর্বভরে বলতে চাই, আমেরিকার জন্য আমরা একটা নতুন ভিত নির্মাণ করতে সক্ষম হয়েছি।’ চিঠির সঙ্গে ওবামা তাঁর বিদায়ী মন্ত্রিসভার প্রত্যেকের কাছ থেকে সংগৃহীত প্রশাসনিক অগ্রগতির প্রতিবেদনও প্রকাশ করেছেন। এএফপির বরাত দিয়ে খবরটি ছেপেছে কালেরকন্ঠ।
ওবামা তাঁর চিঠিতে দেশের অর্থনৈতিক পালাবদল, আফগানিস্তান ও ইরাকে যুক্তরাষ্ট্রের সামরিক কার্যক্রম হ্রাস করা, জ্বালানি তেলের ওপর আমদানি নির্ভরশীলতা কমিয়ে আনা এবং জলবায়ু পরিবর্তন রোধে স্বাক্ষরিত প্যারিস চুক্তির প্রসঙ্গ তুলে ধরেন। জনস্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তাঁর প্রবর্তিত ওবামাকেয়ারের পক্ষেও যুক্তি উপস্থাপন করেন তিনি। ওবামার উত্তরসূরি ডোনাল্ড ট্রাম্প এ ব্যবস্থা বাতিলের হুমকি দিয়ে রেখেছেন নির্বাচিত হওয়ার আগেই।
চিঠিতে ওবামা লিখেছেন, ‘শ্বেতাঙ্গ ও শ্রমিক শ্রেণির তিন কোটি আমেরিকানের স্বাস্থসেবার অধিকার হরণ করে, শ্রমিকদের ওভারটাইমের পাওনা অস্বীকার করে, স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তা খাতকে বেসরকারি করে এবং ওয়াল স্ট্রিটকে নিজের মতো চলতে দিয়ে কোনো লাভ হবে না। মধ্যবিত্ত আমেরিকানরা এসবের জন্য ভোট দেয়নি। ’ ওবামাকেয়ার রক্ষার জন্য মরিয়া ওবামা গত বুধবার কংগ্রেসে উপস্থিত হয়ে ডেমোক্র্যাট নেতাদের সঙ্গে আলোচনাও করেন।
২০০৯ সালের ২০ জানুয়ারি প্রেসিডেন্ট পদে বসার পর দেশের প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপ্রধান হিসেবে টানা আট বছর দায়িত্ব পালন করলেন ওবামা। আগামী ২০ জানুয়ারি এ ডেমোক্র্যাট নেতার স্থলাভিষিক্ত হচ্ছেন রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। ওবামাকেয়ার ও পরিবেশ সুরক্ষা নীতিসহ ওবামার আরো অনেক নীতিরই তিনি ঘোর বিরোধী, যা খোদ রিপাবলিকানদের মধ্যেই উদ্বেগের জন্ম দিয়েছে।

Share this content:

Back to top button