আমেরিকালিড নিউজ

‘আমরা সন্ত্রাসীদের টিপস দেই না’ রেস্তোরার বিলে লিখলেন কাস্টমার

এবিএনএ: কাস্টমার বেরিয়ে যাওয়ার পর টিপসের আশায় বিল চেক করতে গিয়ে চমকে উঠলেন যুক্তরাষ্ট্রের টেক্সাসের রেস্তোরা ওয়েটার খলিল কাভিল। বিলে একি লেখা! তাকে উদ্দেশ্য করে কাস্টমার লিখে গেছেন ‘আমরা সন্ত্রাসীদের টিপস দেই না!’ ঘটনার পর নিজ ফেসবুক একাউন্টে বিষয়টি শেয়ার করেন খলিল। হাজার হাজার মানুষ ক্ষোভ জানান বর্ণবাদি মন্তব্যের। পোস্টটি শেয়ার হয়েছে ১৯ হাজার বার। কমেন্ট করেছেন ৮ হাজার ব্যবহারকারী। অনেকে অনলাইনের খলিলের জন্য টিপসও সংগ্রহ করেন। খলিল কাভিল জানান, বর্ণবাদ সম্পর্কে মানুষকে সচেতন করতেই ফেসবুকে বিষয়টি শেয়ার করেছেন তিনি। ‘মানুষ জানুক এ ধরনের ঘৃণিত ব্যক্তিও সমাজে রয়েছে’। খলিল কাভিল ধর্ম বিশ্বাসের দিক থেকে খ্রিষ্টান। দুর্ঘটনায় মারা যাওয়া বন্ধুকে স্মরণ করতে ছেলের নাম খলিল রাখেন তার বাবা। এ ঘটনার পর টেক্সাসের সল্টগ্রাস স্টিক হাউজ নামের ওই রেস্তোরা বর্ণবাদি গ্রাহকদের প্রবেশ নিষিদ্ধ করেছে।

Share this content:

Related Articles

Back to top button