এবিএনএ : অর্থ আত্মসাতের মামলায় রাশিয়ার শীর্ষস্থানীয় বিরোধী দলীয় নেতা অ্যালেক্সি নাভালনিকে দোষী সাব্যস্ত করা হয়েছে। রাশিয়ার স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানায়।
কিরভ শহরে আদালতে বিচারক মামলার রায় এখনো পড়ছে। তবে স্থানীয় গণমাধ্যমগুলো জানায়, এটা স্পষ্ট যে নাভালনি দোষী।
প্রেসিডেন্ট পুতিনের বড় সমালোচক নাভালনির জন্য একটি স্থগিত দণ্ডাদেশ আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে বাধা হয়ে দাঁড়াতে পারে। তবে আনিত অভিযোগ অস্বীকার করে নাভালনি বলেছেন, মামলাটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত।
পুনর্বিবেচনার রায় পড়ে শোনাতে আরো ঘণ্টাখানেক সময় লাগতে পারে। তবে মামলার প্রসিকিউটররা বিচারকের কাছে কমপক্ষে ৫ বছরের স্থগিত দণ্ডাদেশ প্রার্থনা করেছেন।