
এবিএনএ : ই-অরেঞ্জে অর্ডার করা পণ্য ডেলিভারি অথবা বিনিয়োগ করা টাকা রিফান্ডের দাবিতে বাণিজ্য মন্ত্রণালয়ে স্মারকলিপি দিতে যাচ্ছিলেন গ্রাহকরা। এ সময় পুলিশের বাধার মুখে পড়েন তারা। বাধা পাওয়ায় গ্রাহকরা বিক্ষোভ মিছিল নিয়ে প্রেস ক্লাব থেকে মৎস্যভবনে যায়। এসময় পুলিশ তাদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে দুই জনকে আটক করা হয়েছেও বলে জানা যায়।
এর আগে জাতীয় প্রেসক্লাবে সমাবেশ করেন তারা। তারা দুঃখ দুর্দশার কথা তুলে ধরেন। দাবি জানা দ্রুত সমস্যা সমাধানের। এই সমাবেশে প্ল্যাকার্ডে লেখা ছিলো ‘আজকের ভুক্তভোগী, আগামী দিনের অপরাধী’। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন ই-অরেঞ্জ গ্রাহকরা। সেখানে ভুক্তভোগী কেন্দ্রীয় কমিটির ব্যানারে তারা মানববন্ধন করেন। মিছিলে তারা পুলিশ কর্মকর্তা সোহেল রানা ও মাশরাফির বিরুদ্ধে স্লোগান দেন। এছাড়া বাণিজ্য মন্ত্রণালয় ও ই-কমার্সের বিরুদ্ধেও স্লোগান দেন ই-অরেঞ্জ গ্রাহকরা।
ডিএমপির রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান বলেন, যানবাহনের চাপ বেশি ছিল। এরমধ্যে তারা সড়ক অবরোধ করেছিলেন। আমরা তাদের সড়ক থেকে সরিয়ে দিয়েছি।
Share this content: