
এবিএনএ: বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটী ইউনিয়নে আওয়ামীলীগের অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সোমবার বিকেলে সংঘর্ষে আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আনসার আলী দিদার (৫৩) ও ইউনিয়ন যুবলীগ নেতা শুকুর শেখ (৩৫) নিহত হয়েছে। আহত হয়েছে আওয়ামী লীগ নেতা বাবলু শেখ (৩৫), আওয়ামীলীগ কর্মী মিল্টন খান (৪০)। নিহত শুকুর শেখ জোকা গ্রামের মৃত. মোসলেম শেখের ছেলে। পুলিশ ২টি অগ্নেয়াস্ত্র ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে। ঘটনার সাথে জড়িত সন্দেহে চেয়ারম্যান শহিদুল ইসলাম ফকিরকে আটক করা হয়েছে।
দৈবজ্ঞহাটী ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম ফকির জানান, বিকেল পৌনে ৪ টার দিকে তিনি পরিষদের মাসিক সভা শেষে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে পরিষদ থেকে প্রায় ১শ’ গজ দূরে পৌছালে পূর্বে থেকে ওৎ পেতে থাকা কতিপয় বোরকা পরিহিত দুর্বৃত্তরা অস্ত্র বের করে তাকে হত্যার উদ্দেশ্যে গুলি চালায়। এ সময় আত্নরক্ষার্থে চেয়ারম্যান তার লাইসেন্সকৃত শার্টার গান দিয়ে দুই রাউন্ড ফাকা গুলি করে। এ ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে দৈবজ্ঞহাটী বাজারের দোকান পাঠ বন্ধ হয়ে যায়। এ হামলার ঘটনার দৈবজ্ঞহাটি ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আনসার আলীকে দায়ী করে চেয়ারম্যান গ্রুপের লোকজন তাকে সহ শুকুর শেখকে ধরে নিয়ে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। আহত অবস্থায় তাদের বাগেরহাট হাসপাতালে নেয়ার পথিমধ্যে শুকুর শেখ মারা যায়। গুরুতর আহত আওয়ামীলীগ নেতা আনসার আলী দিহিদার খুলনা মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
পরিস্থিতি নিয়ন্ত্রনে থানা পুলিশ সহ বাগেরহাট থেকে অতির্ক্তি পুলিশ ও ডিবি পুলিশ মোতায়েন করা হয়। বাগেরহাট জেলা অতিরিক্ত পুলিশ সুপার, মোড়েলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান, উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ-ই-আলম বাচ্চু, মোড়েলগঞ্জ থানা অফিসার ইনচার্জ কেএম আজিজুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম ফকির সহ দুই জনকে আটক করা হয়েছে বলে জেলা পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় জানান। তার লাইসেন্সকৃত শার্টার গান ও গুলি জব্দ করা হয়েছে।
Share this content: