আন্তর্জাতিকলিড নিউজ

অস্ট্রিয়ায় ইরানি রাষ্ট্রদূতের বাসভবনের সামনে গুলিতে হামলাকারী নিহত

এবিএনএ : অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরানী রাষ্ট্রদূতের বাসভবনের সামনে রোববার রাতে ২৬ বছর বয়সী এক যুবক গুলিতে নিহত হয়েছে। এর আগে যুবকটি ছুরি হাতে এক রক্ষীর ওপর হামলা চালায়।
দেশটির পুলিশ একথা জানায়। খবর বার্তা সংস্থা এএফপি’র। পুলিশের মুখপাত্র হারাল্ড সোয়েরোস বলেন, ‘রক্ষীটি হামলাকারীকে গুলি করলে সে ঘটনাস্থলেই প্রাণ হারায়।’
আবাসিক এলাকায় মাঝরাতের আগে এ ঘটনা ঘটে।পুলিশ জানায়, ছুরি হামলায় রক্ষীটি আহত হয়েছে। হামলার কারণ সম্পর্কে এখনো জানা যায়নি। এদিকে পুলিশ নগরীর সকল কূটনৈতিক মিশনগুলোতে নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে।

Share this content:

Back to top button