আন্তর্জাতিকলিড নিউজ

অর্থনীতিকে বাঁচাতে লকডাউন তুলে নিচ্ছে ইতালি

এবিএনএ : করোনা থেকে ছড়িয়ে পড়া বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে লণ্ডভণ্ড ইউরোপের পর্যটন সমৃদ্ধ দেশ ইতালি। দেশটিতে গত ২৬ মার্চ থেকে করোনা ভাইরাস মোকাবেলায় লকডাউন ঘোষণা করে সরকার। বর্তমানে দেশটিতে মৃতের সংখ্যা ২৪ হাজারেরও বেশি। বলা যায়, দেশটির শহরগুলো এক প্রকার পরিণত হয়েছে মৃতদের নগরীতে। তবে ঘুরে দাঁড়াচ্ছে ইতালি। আসছে মে মাসের শুরুতে লকডাউন তুলে নেয়ার কথা ভাবছে দেশটির প্রশাসন।

করোনা মহামারীর আগে থেকেই ইতালির অর্থনীতির অবস্থা খুব একটা ভালো ছিলো না। তবে করোনা আসার পর আরো খারাপ হয়েছে পরিস্থিতি। দেশটির উত্তরাঞ্চল করোনা লকডাউনে ক্ষতিতে পড়েছে সবচেয়ে বেশি। বর্তমানে অর্থনীতিকে টিকিয়ে রাখার জন্য শিল্পগুলোকে চালু রাখার প্রয়োজন মনে করছে সরকার। সম্প্রতি কেউ কেউ কম জনবল নিয়ে শিল্প প্রতিষ্ঠান খোলার অনুমতি পেয়েছে। অনেকগুলো শহরে ৪০ শতাংশের বেশি কাজকর্ম শুরু হয়েছে বলে জানিয়েছেন ইতালির ভেনেটোর আঞ্চলিক গভর্নর লুকা জাইয়া।

Share this content:

Related Articles

Back to top button