বিনোদনলিড নিউজ

অভিনেতা জয়কে চড় দিলেন শাওন! (ভিডিও)

এবিএনএ : জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ূন পত্নী অভিনেত্রী মেহের আফরোজ শাওন চড় দিলেন অভিনেতা শাহরিয়ার নাজিম জয়কে। তবে সেটা হাত দিয়ে নয়, চড় দিয়েছেন কথা দিয়ে। নিজেই আবার সেটা ফেসবুক লাইভে এসে সবাইকে জানিয়ে দিলেন শাওন।টিভি পর্দার জনপ্রিয় অভিনেতা শাহরিয়ার নাজিম জয়ের উপস্থাপনায় একটি বেসরকারি টিভি চ্যানেলের ‘সেন্স অব হিউমার’ অনুষ্ঠানে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন শাওন। আর এই অনুষ্ঠানে উপস্থাপক জয় একপর্যায়ে শাওনকে বিয়ের প্রস্তাব দিয়ে বসেন।

ফেসবুক লাইভে শাওন বলেন, “সেন্স অব হিউমারের যিনি উপস্থাপক তিনি চেষ্টা করেন কড়া কড়া প্রশ্ন করে অতিথিকে বিপদে ফেলতে। বিপদে ফেলেও দেন কিছুটা। যেমন কিছু কিছু প্রশ্নের উত্তর আমরা যেভাবে দিতে চাই সেভাবে অনস্ক্রিনে দেওয়া যায় না। অনেক রূঢ় সত্য সব সময় বলা যায় না। সেই জায়গা থেকে আমার মনে হয় আজকে আমি অনেক সত্য বলেছি। অনেক বেশি বলে ফেলেছি। অনুষ্ঠানটিতে উপস্থাপক জয় আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন। যার জন্য আমি ঠিক করেছি তাকে একটা চড় দেব। তো লাইভে চড়টা দিতে চাই না।”হুমায়ূন পত্নী বলেন, উনি (জয়) যে আমাকে একটা বাজে প্রস্তাব দিয়েছেন। তার জন্য তাকে লাইভে চড়টা দিতে চাই না। কারণ এটা দেখতে খুবই দৃষ্টিকটু হবে। তবে সব সময় যে হাত দিয়েই চড় দিতে হয়; এমন কিছুও নয় কিন্তু। মাঝে মাধ্যে কথা দিয়েও চড় দেওয়া যায়।শাওন বলেন, এমন প্রস্তাব আমি আর কখনো আপনার (জয়) কাছ থেকে আশা করছি না। এরপর থেকে আপনি (জয়) আমাকে আপা কিংবা খালাম্মা বলে ডাকবেন।

Share this content:

Related Articles

Back to top button