বিনোদনলিড নিউজ

অবশেষে মেয়ের মুখ দেখালেন প্রিয়াঙ্কা

এবিএনএ: অবশেষে দীর্ঘ এক বছর পর মেয়েকে প্রকাশ্যে আনলেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। জোনাস ব্রাদার্সের সঙ্গে ‘হলিউড ওয়াক অব ফেম স্টার’ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন দেশি গার্ল। এই অনুষ্ঠানে হাজির ছিলেন তার স্বামী পপ তারকা নিক জোনাসও। সেখানেই ক্যামেরাবন্দি হয়েছেন প্রিয়াঙ্কা ও তার মেয়ে মালতী মেরি চোপড়া।

অনুষ্ঠানে মেয়েকে কোলে নিয়ে দর্শক আসনের প্রথম সারিতে বসেছিলেন অভিনেত্রী। প্রিয়াঙ্কা পরেছিলেন কফি রঙের পোশাক। আর মালতী মেরি চোপড়া জোনাসকে দেখা গেছে ক্রিম রঙের সোয়েটারে। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইনস্টাগ্রামে ইভেন্টের একটি ছবি এবং একটি ভিডিও শেয়ার করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। সেখানেই মালতীর মুখ স্পষ্ট দেখা গেছে।

ক্যাপশনে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘তোমাকে নিয়ে খুব গর্বিত আমার ভালোবাসা। শুভেচ্ছা জোনাস ব্রাদার্সকে।’ ভিডিওতে দেখা গেছে, মায়ের কোলে বসে এদিক সেদিক তাকাচ্ছে মালতী। কখনো প্রিয়াঙ্কার ব্যাগ নিয়ে খেলতে ব্যস্ত সে। মেয়েকে আগলে রেখেছেন অভিনেত্রী। উল্লেখ্য, ২০১৮ সালে ডিসেম্বরে রাজস্থানে সাতপাকে বাঁধা পড়েন নিক-প্রিয়াঙ্কা। ২০২২ সালের ১৫ জানুয়ারি তাদের কোল আলো করে আসে কন্যাসন্তান মালতী। সারোগেসির মাধ্যমে নিক-প্রিয়াঙ্কার মেয়ের জন্ম হয়।

Share this content:

Related Articles

Back to top button