
এ বি এন এ : ভারত থেকে আসা বন্য হাতিটিকে অবশেষে জামালপুরের সরিষাবাড়ি উপজেলা থেকে উদ্ধার করেছে বনবিভাগ। বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে উপজেলার কামরাবাদ ইউনিয়নের কয়রা গ্রাম থেকে চেতনানাশক ওষুধ দিয়ে হাতিটিকে উদ্ধার করা হয়। বন বিভাগের বাংলাদেশ টিমের প্রধান ডক্টর তপন কুমার দে বিষয়টি নিশ্চিত করে জানান, হাতিটিকে কয়রা গ্রামের একটি পুকুর থেকে চেতনানাশক ওষুধ প্রয়োগ করে ডাঙায় তোলা হয়েছে। উল্লেখ্য, গত ২৬ জুন কুড়িগ্রামের রৌমারী সীমান্ত দিয়ে বাংলাদেশে ভেসে আসে ভারতীয় হাতিটি। এক মাসের বেশি সময় ধরে এটি জামালপুর, কুড়িগ্রাম, সিরাজগঞ্জ ও বগুড়ার চরাঞ্চলে ঘুরে বেড়াচ্ছিল। হাতিটি উদ্ধারে গত ৩ আগস্ট ভারতীয় একটি বিশেষজ্ঞ দল বাংলাদেশে আসে। ৫ আগস্ট থেকে টানা তিনদিন চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে তারা ভারতে ফেরত যায়।
Share this content: