
এবিএনএ: যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের অর্থ বরাদ্দের জন্য অবশেষে জাতীয় জরুরি অবস্থার ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার হোয়াইট হাউসের রোজ গার্ডেনে টিভিতে সম্প্রচারিত এক ঘোষণায় ট্রাম্প বলেন, মেক্সিকো থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্ত দিয়ে মাদক, অপরাধী এবং অবৈধ অভিবাসীর ঢল ঠেকিয়ে দেশকে সুরক্ষিত রাখতেই তিনি জরুরি অবস্থার আদেশে সই করছেন। এ সময় তিনি দাবি করেন,‘অবৈধ অভিবাসন আমাদের দেশের ওপর হুমকিস্বরূপ। এজন্য যেকোনো মূল্যে সীমান্তে দেয়াল নির্মাণ জরুরি।’
বৃহস্পতিবার পার্লামেন্টের উচ্চকক্ষ- সিনেটে ৮৩-১৬ ভোটের ব্যবধানে গৃহীত হয় সীমান্ত সুরক্ষা বিল। যাতে মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণসহ আনুষঙ্গিক নিরাপত্তা ব্যবস্থার জন্য বরাদ্দ করা হয়েছে ১৩০ কোটি ডলার। যেখানে, পার্লামেন্টের কাছে প্রেসিডেন্টের প্রস্তাব ছিল ৫৭০ কোটি ডলার। ফলে আপাতত যে চুক্তিটি হয়েছে, তাতে সর্বোচ্চ এক দশমিক ৪ বিলিয়ন ডলারের মতো অর্থ বরাদ্দ করা হয়েছে। এই অর্থ মোট ৫৫ মাইল বেড়া নির্মাণে ব্যবহৃত হবে। তবে ট্রাম্প চেয়েছিলেন ২৩৪ মাইল দীর্ঘ লোহার শলাকার দেয়াল নির্মাণ করতে। আর এর মধ্যে দিয়েই ১৬ ডিসেম্বর থেকে মার্কিন কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বিভাগে অচলাবস্থা ৩৫ দিনে অবসান ঘটে।
২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার সময় যেকোনো মূল্যে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার দুই বছর পরেও সেই দেয়াল নির্মিত হয়নি।
Share this content: