বিনোদনলিড নিউজ

অন্তর্বাসে নজর কাড়লেন দিশা

এবিএনএ : বলিউডের অন্যতম আবেদনময়ী অভিনেত্রী দিশা পাটানি। সিনেমার পাশাপাশি ফ্যাশন জগতেও বেশ জনপ্রিয় তিনি। বিভিন্ন সাহসি পোশাক এবং তার বোল্ড লুক প্রায়ই ঝড় তোলে সোশ্যাল মিডিয়ায়। চোখ ধাঁধানো তার একের পর এক ছবি রীতিমত উষ্ণতার পারদ ছড়ায়  নেটদুনিয়ায়। কখনও শাড়িতে তো কখনও সালওয়ারে। আবার ওয়েস্টার্নে সমানভাবে সুন্দরী অভিনেত্রী। দিশার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের স্পেশ্যালিটি হল দিশার বিকিনি পরিহিত ছবি।  সম্প্রতি তার টুইটার অ্যাকাউন্টে ঝড় উঠেছে! অন্তর্বাস পরে নায়িকা দাঁড়িয়ে রয়েছেনআয়নার সামনে। কালো অন্তর্বাস, দিশার হট ফিগার- সব মিলিয়ে আট থেকে আশির নজর কেড়েছেন এ নায়িকা।

Share this content:

Related Articles

Back to top button