
এবিএনএ: অরিত্রীর আত্মহত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া শিক্ষক হাসনা হেনার মুক্তির দাবিতে আন্দোলনরত ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ছাত্রীরা শিক্ষকদের অনুরোধে অনশন ভেঙে ক্লাসে ফিরে গেছে। আজ রোববার বেলা একটার দিকে অনশন ভাঙে তারা। শিক্ষিকার মুক্তির দাবিতে টানা তিন দিন ধরে বইলি রোডে শিক্ষাপ্রতিষ্ঠানটির মূল ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে কর্মসূচি পালন করছিল ওই ছাত্রীরা। ৩ ডিসেম্বর রাজধানীর শান্তিনগরের বাসা থেকে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী অরিত্রী অধিকারীর মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের অভিযোগ, পরীক্ষার সময় মোবাইল ফোন সঙ্গে থাকায় নকলের অভিযোগ এনে তাঁর সামনে বাবা-মাকে অপমান করা ও টিসি দেওয়ার কথা শুনে সে আত্মহত্যা করেছে। আত্মহত্যার প্ররোচনার মামলায় শ্রেণিশিক্ষক হাসনা হেনাকে গ্রেপ্তার করা হয় গত বুধবার রাতে। এই মামলায় অপর দুই আসামি হলেন, কলেজের বরখাস্ত হওয়া ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজনীন ফেরদৌস ও বরখাস্ত হওয়া শাখাপ্রধান জিনাত আখতার। ছাত্রীদের একটি অংশ হাসনা হেনার মুক্তির দাবিতে আন্দোলন করে আসছিল ।
Share this content: