ফিলিপাইনে কারাগারে হামলা, পালিয়েছে ৮ জঙ্গি

এ বি এন এ : আইএস সমর্থনকারী ফিলিপাইনে জঙ্গিগোষ্ঠী মাউতে কারাগারে দুঃসাহসী আক্রমণ চালিয়ে বন্দি আট সঙ্গীকে মুক্ত করে নিয়ে গেছে। পুলিশের বরাতে জানিয়েছে, মাউতে গোষ্ঠীর অন্তত ২০ যোদ্ধা দক্ষিণাঞ্চলীয় শহর মারাবির লানাও দেল সুর কারাগারের রক্ষীদের নিরস্ত্র করে বন্দি জঙ্গিদের মুক্ত করার পাশাপাশি অস্ত্রশস্ত্র লুট করে। ঘরে তৈরি মর্টার বহন করে নিয়ে যাওয়ার সময় গত সপ্তাহে ওই আট জঙ্গিকে আটক করা হয়েছিল। এদের পাশাপাশি কারাগারটি থেকে আরো অন্তত ১৫ কয়েদি পালিয়ে গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এসব কয়েদিরা খুন ও মাদক অপরাধের দায়ে বন্দি ছিলেন বলে জানিয়েছে পুলিশ। ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও এলাকায় বেশ কয়েকটি বোমা হামলা ও অপহরণের ঘটনা ঘটিয়েছে মুসলিম মাউতে জঙ্গিগোষ্ঠী। আইএসের মতো কালো পতাকা বহনকারী মাউতে জঙ্গিরা চলতি বছর এক সেনা ও স্থানীয় দুই শ্রমিককে গলা কেটে হত্যা করেছে।
Share this content: