আমেরিকা

দীর্ঘদিনের মার্কিন নীতি ভাঙলেন ট্রাম্প

এবিএনএ : তাইওয়ানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের বিষয়ে দীর্ঘদিনের মার্কিন নীতি বদল করে দেশটির প্রেসিডেন্টের সঙ্গে ফোনে আলাপ করেছেন নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্পের ট্রানজিশন দলের কর্মীরা বলেছেন, নিজেদের মধ্যে ফোনালাপে ডোনাল্ড ট্রাম্প ও তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং ওয়েন দুজনই অর্থনৈতিক, রাজনৈতিক এবং নিরাপত্তা ইস্যুতে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপনের বিষয়ে কথা বলেছেন। এই পদক্ষেপ অবশ্য চীনকে রুষ্ট করতে পারে। কারণ তাইওয়ানকে একটি বিচ্ছিন্নতাকামী প্রদেশ হিসেবে উল্লেখ করে থাকে চীন। ওই দ্বীপটিকে লক্ষ্য করে চীনের শত শত মিসাইল প্রস্তুত রয়েছে বলে বলা হয় এবং প্রয়োজনে জোর করে এর কর্তৃত্ব নেওয়ারও হুমকি রয়েছে চীনের পক্ষ থেকে। যদিও ডোনাল্ড ট্রাম্প ও সাই ইং ওয়েনের মধ্যে ফোনালাপের বিষয়ে বেইজিংয়ের পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া আসেনি।

তাইওয়ানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিকভাবে সম্পর্ক বিচ্ছেদ হয়েছিল ১৯৭৯ সালে। তাইওয়ানের প্রেসিডেন্টের সঙ্গে আলাপে ট্রাম্প গত জানুয়ারির নির্বাচনে বিজয়ের জন্য সাইকে অভিনন্দন জানান। ৫৯ বছর বয়সী তাইওয়ানের এই প্রথম নারী প্রেসিডেন্ট তাইপে এবং বেইজিংয়ের সম্পর্ক বদলানোর বিষয়ে ট্রাম্পের কাছে আশাবাদ ব্যক্ত করেন।

এদিকে মার্কিন প্রেসিডেন্সিয়াল কমিশন সাইবার নিরাপত্তা বাড়ানোর জন্য জরুরি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে। কমিশন আরও বলছে, নিত্যনতুন প্রযুক্তির উন্নয়নের কারণে বর্তমান প্রতিরক্ষা ব্যবস্থা অকার্যকর হতে পারে । এই রিপোর্টে বলা হয়, সরকার এবং প্রাইভেট সেক্টরের মধ্যে আরো সমন্বয় তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়। বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা এই রিপোর্টকে গুরুত্ব দিয়ে বিষয়টি ডোনাল্ড ট্রাম্পের অন্তর্বর্তীকালীন দায়িত্ব হস্তান্তরে কর্মরত দলকে জানাতে পরামর্শ দিয়েছেন।

Share this content:

Related Articles

Back to top button