জাতীয়বাংলাদেশলিড নিউজ

আর্মি স্টেডিয়ামে ২৩ বাংলাদেশির জানাজায় থাকবেন প্রধানমন্ত্রী

এবিএনএ : নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে ইউএস-বাংলার বিমান দুর্ঘটনায় নিহত ২৩ বাংলাদেশির প্রথম জানাজা শেষে মরদেহগুলো আজ দেশে নিয়ে আসা হচ্ছে। বিমানবাহিনীর বিশেষ বিমানযোগে সোমবার বিকেল ৩টায় মরদেহগুলো ঢাকায় পৌঁছবে। বিমানবন্দর থেকে কফিনগুলো আর্মি স্টেডিয়ামে নেয়া হবে বিকেল চারটায়। সেখানে তাদের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে এবং জানাজায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকবেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পক্ষ থেকে মোবাইলে পাঠানো এসএমএসে এসব তথ্য জানানো হয়েছে। এর আগে, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে নেপালে বাংলাদেশ দূতাবাসে এই ২৩ জনের প্রথম জানাজা সম্পন্ন হয়। ১২ মার্চ বিমান দুর্ঘটনায় নিহত ৫১ জনের মধ্যে ২৬ জন বাংলাদেশি। এ পর্যন্ত ২৩ জনের মরদেহ শনাক্ত করা গেছে। আরও ছয়টি মরদেহ শনাক্ত হলেও তাদের মধ্যে বাংলাদেশি রয়েছেন কি-না, তা নিশ্চিত হওয়া যায়নি। শনাক্ত ২৩ জন হলেন- বিলকিস আরা, আখতারা বেগম, মো. রকিবুল হাসান, মো. হাসান ইমাম, মিনহাজ বিন নাসির,  তামারা প্রিয়ন্ময়ী, মো. মতিউর রহমান, এসএম মাহমুদুর রহমান, তাহারা তানভীন শশী রেজা, অনিরুদ্ধ জামান, রফিক উজ জামান, উম্মে সালমা, আঁখি মনি, নুরুন্নাহার, শাহিন আক্তার নাবিলা, এফএইচ প্রিয়ক, কেএইচএম সাফে এবং পাইলট আবিদ সুলতান, কো-পাইলট পৃথুলা রশীদ, খাজা সাইফুল্লাহ, ফয়সাল, সানজিদা ও নুরুজ্জামান। এ ছাড়া আরিফুজ্জামান, পিয়াস রায় এবং নজরুল ইসলামের মরদেহ রোববার রাত সাড়ে ৮টা পর্যন্ত শনাক্ত করা যায়নি।

Share this content:

Related Articles

Back to top button