এবিএনএ : একাত্তরের ২৫শে মার্চ বাংলার বুক থেকে কেড়ে নেওয়া হয়েছে লক্ষ লক্ষ তাজা প্রাণ। একই রাতে এতো হত্যা পৃথিবীর ইতিহাসে আর ঘটেনি। তাই ২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস স্বীকৃতি দেয়ার দাবি করেছেন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,
বৃহস্পতিবার চান্দিনা মহিলা ডিগ্রি কলেজে এক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় জাতিসংঘসহ আন্তর্জাতিক নীতিনির্ধারকদের নিকট তিনি এ দাবী করেন। ২৩ ফেব্রুয়ারি ১৯৬৯ সালের এই দিনে গণআন্দোলনের অগ্রনায়ক শেখ মুজিবুর রহমানকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যোগে বাংলার মানুষ ভালবেসে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করেছিলেন বলে উল্লেখ করেন ওবায়দুল কাদের।
স্বাধীনতা যুদ্ধের ২৫ মার্চ কালো রাত্রিতে পাক-হানাদার বাহিনী পৈশাচিক বর্বরতা চালায় বাংলার মাটিতে। একই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে এক যোগে নির্মম গণহত্যা করে।
ওবায়দুল কাদের তার বক্তৃতায় স্থানীয় আওয়ামীলীগের উপর ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন বলেন, ‘আমাকে একটি অরাজনৈতিক সুধী সমাবেশে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু এখন দেখি সুধী সমাবেশের নামে আওয়ামীলীগের জনসভা। যা আওয়ামীলীগের যে কোন কর্মসূচীর সাথে সম্পূর্ণ অমিল। নেতা-কর্মীদের কাছ থেকে এমনটি আশা করে না আওয়ামীলীগ।
চান্দিনা উপজেলা আওয়ামীলীগ সভাপতি অধ্যক্ষ আইউব আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এনামূল হক শামীম, বিজ্ঞান ও প্রযুক্ত বিষয়ক সম্পাদক প্রকৌশলী আব্দুস সবুর, জেলা প্রশাসক মো. জাহাংগীর আলম, জেলা পুলিশ সুপার শাহ মো. আবিদ হোসেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল আউয়াল সরকার।