বাংলাদেশরাজনীতিলিড নিউজ

কারাগার থেকে ওসমানী হাসপাতালে বাবর

এবিএনএ: সিলেট কেন্দ্রীয় কারাগারে অসুস্থবোধ করায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। শনিবার সকাল পৌনে ১১টার দিকে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে তাকে হাসপাতালে নেয়া হয় বলে জানিয়েছেন সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. আব্দুল জলিল।

ওসমানী হাসপাতালের উপ পরিচালক আবুল কালাম জানান, লুৎফুজ্জামান বাবর মেডিসিন বিভাগের আবাসিক চিকিৎসক আবু নঈম মোহাম্মদের কাছে চিকিৎসা নেন। তবে তাকে হাসপাতালে ভর্তি করা হয়নি। চিকিৎসা শেষে দুপুর সাড়ে ১২টার দিকে তাকে হাসপাতাল থেকে কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। হুইল চেয়ারে করে বাবরকে চিকিৎসকের কক্ষে নিয়ে যান কারারক্ষীরা।

জেল সুপার মো. আব্দুল জলিল জানান, কয়েদিদের নিয়মিত চেকআপের জন্য অংশ হিসেবে বাবরকে ওসমানী হাসপাতালে পাঠানো হয়। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত লুৎফুজ্জামান বাবরকে গত বুধবার সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার সাক্ষ্যগ্রহণের জন্য ঢাকা থেকে সিলেট কেন্দ্রীয় কারাগারে আনা হয়।

Share this content:

Related Articles

Back to top button