এবিএনএ : সাতক্ষীরায় ভোটে অনিয়মের ঘটনায় অভিযুক্তদের আগামী ১৫ দিনের মধ্যে গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। আজ বুধবার সকাল ১১টা থেকে বেলা দুইটা পর্যন্ত সাতক্ষীরা জেলার এএসপি ও পাঁচ থানার ওসিকে নিয়ে অনুষ্ঠিত শুনানিতে এই নির্দেশনা দেয়া হয়।
নির্বাচন কমিশন জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার করতে ব্যর্থ হলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কমিশন। সাতক্ষীরা জেলার ভোট অনিয়মের ঘটনায় সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের ঢাকায় তলব করে নির্বাচন কমিশন। এই ঘটনায় কমিশনের সামনে পুলিশ সদস্যরা দুঃখ প্রকাশ করেন এবং দায়িত্ব অবহেলার জন্য পুলিশ কর্মকর্তাদের ভর্ৎসনা করে কমিশন।