আমেরিকালিড নিউজ

‘প্রার্থনা চাই না, অস্ত্র নিয়ন্ত্রণ করুন’

এবিএনএ: ক্যালিফোর্নিয়ার পানশালায় গুলিবর্ষণে নিহত মার্কিন যুবকের মা ট্রাম্প প্রশাসনকে উদ্দেশ্য করে বলেছেন, ‘আমার সন্ত্রানের জন্য প্রার্থনার দরকার নাই, আপনারা যুক্তরাষ্ট্রে অস্ত্র নিয়ন্ত্রণ করুন।’ ইন্টারনেটে ভাইরাল হওয়া ভিডিওতে ক্যালিফোর্নিয়া বারে বন্দুকধারীর হামলায় নিহত টেলেমাচুসের মান সুসান স্কিমিড রাজনীতিকদের প্রথাগত প্রার্থনার ডাক প্রত্যাখান করেন। নিহত টেলেমাচুস গত বছর লাসভেগাসে আরেক ‍গুলিবর্ষণে অল্পের জন্য বেঁচে যান। তিনি মার্কিন নৌ-বাহিনীর সাবেক সদস্য ছিলেন।
টেলেমাচুসের মা বলেন, ‘আমার সন্তানের জন্য কেউ প্রার্থনা করবেন না। আমি যুক্তরাষ্ট্রে অস্ত্র নিয়ন্ত্রণ(গান কনট্রোল) দেখতে চাই। এই দেশে আর অবাধ অস্ত্র নয়।’ বৃহস্পতিবার ক্যালিফোর্নিয়ার বর্ডারলাইন বার এন্ড গ্রিলে নির্বিচার গুলিবর্ষণে ১২ জন নিহত হয়। হামলাকারী ইয়ান ডেভিড ছিলেন সাবেক মার্কিন মেরিন সেনা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে ‘খারাপ কুকুরছানা’র সঙ্গে তুলনা করেছেন।

Share this content:

Back to top button