
এবিএনএ : সারা দেশে চলছে জামায়াতের সকাল-সন্ধ্যা হরতাল। তবে সকাল থেকেই রাজধানীতে কোথাও হরতালের প্রভাব দেখা যায়নি।
প্রতিটি রাস্তার মোড়ে অন্যান্য দিনের মতোই যানবাহন চলাচল করছে। অন্যান্য দিনের মতোই সাধারণ মানুষের মাঝে কর্মচাঞ্চল্য ও বিভিন্ন সড়কের মোড়ে মোড়ে যানজট।
সকাল থেকে ঢাকা ছেড়ে যাচ্ছে দূররপাল্লার পরিবহন। রাজধানীর সকল রাস্তায় সব ধরনের যানবাহন চলাচল করছে। হরতালকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন পয়েন্টে সকাল থেকে মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশ। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশের পাশাপাশি র্যাব সদস্যদের উপস্থিতিও লক্ষ্য করা গেছে। তবে জামায়াতের কোনো নেতাকর্মীকে রাজপথে দেখা যায়নি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে যানবাহনও। রাস্তায় বাড়ছে মানুষও।
উল্লেখ্য, সোমবার রাতে গোপন বৈঠক থেকে গ্রেফতারের পর জামায়াত আমির মকবুল আহমাদ, নায়েবে আমির মিয়া গোলাম পরওয়ার এবং সেক্রেটারি জেনারেল শফিকুর রহমানসহ আটজনকে মঙ্গলবার বিকেলে ১০ দিনের রিমান্ডে পাঠান আদালত। দলীয় নেতাকর্মীদের মুক্তির জন্য এ কর্মসূচির ডাক দেয় জামায়াত।
Share this content: