আমেরিকালিড নিউজ

কোভিড-১৯: যুক্তরাষ্ট্রে একদিনে রেকর্ড ৪ হাজার শিশু হাসপাতালে ভর্তি

এবিএনএ : যুক্তরাষ্ট্রে কোভিড আক্রান্ত হয়ে একদিনে ৪ হাজারের বেশি শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। ওয়াশিংটন পোস্টের জরিপ বলছে, কোভিডের কারণে শিশুদের হাসপাতালে ভর্তির ক্ষেত্রে বুধবার যুক্তরাষ্ট্রে রেকর্ড হয়েছে। দুই সপ্তাহেরও কম সময় পূর্বে বড়দিনের দিন হাসপাতালে শিশু ভর্তির সংখ্যা ২ হাজারের কম ছিল। যুক্তরাষ্ট্রে এখন সবথেকে প্রভাবশালী কোভিড ভ্যারিয়েন্ট হচ্ছে ওমিক্রন। এটিকে তুলনামূলক কম গুরুতর উপসর্গের ভ্যারিয়েন্ট বলে ধারণা করা হচ্ছে। তারপরেও দেশটিতে বাড়ছে হাসপাতালে ভর্তির হার।
পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশটির সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন এখন ১২ থেকে ১৭ বছর বয়সীদের ফাইজার-বায়োএনটেকের বুস্টার ডোজ গ্রহণের নির্দেশনা দিয়েছে। সিডিসি’র পরিচালক রোচেল ওয়ালেনস্কি জানান, কোভিডের হাত থেকে আমাদের শিশু ও তরুণদের রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Share this content:

Back to top button