এবিএনএ : বলিউডে স্বল্পবসনা হিসেবে পরিচিতি আছে অভিনেত্রী নার্গিস ফাখরির। টপলেস মডেলিং বা বিকিনি পোশাকেও তার জুড়ি নেই। সেই নার্গিস এবার বললেন, সেক্স কমেডি তার পছন্দ না। ভবিষ্যতে এ ধরণের কোন ছবিতে অভিনয় করবেন না বলেও সাফ জানিয়ে দিয়েছেন ভারতীয় বংশোদ্ভুত আমেরিকান এই মডেল।
বলিউডে নার্গিস ফাখরির ক্যারিয়ারের শুরুটা হয় ২০১১ সালে ‘রকস্টার’র মতো সুপারহিট ছবি দিয়ে। তারপর আর পিছু ফিরে তাকাতে হয়নি তাকে। সর্বশেষ তিনি কাজ করেছেন ‘হাউজফুল’ ছবির সিকুয়্যাল ‘হাউজফুল ৩’ ছবিতে। আর এই সেক্স কমেডিধর্মী ছবিটিতে অভিনয়ের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে নার্গিস জানান, এ ধরনের ছবিতে আর কাজ করবেন না তিনি।
প্রাপ্তবয়স্ক ধরনের এসব ছবিতে অভিনয়ে আপত্তি জানিয়ে নার্গিস বলেন, ‘ভারতীয় দর্শকদের মানসিকতা আর হলিউড দর্শকদের মানসিকতা এক নয়। হলিউডে সেক্স কমেডি ঘরনার ছবিগুলো জনপ্রিয়তা পেলেও এখানে উলটো সমালোচনার মুখে পড়তে হয়।’
তাই বলিউডে এ ধরনের ছবিতে আর কাজ করতে চাইছেন না তিনি। এদিকে সামনে ‘আজহার’ সিনেমায় সিরিয়াল কিসার খ্যাত ইমরান হাশমির বিপরীতে দেখা যাবে নার্গিস ফাখরিকে। এই ছবির শুটিংয়ে ইমরান হাশমির সঙ্গে চুম্বন দৃশ্যে অভিনয় নিয়েও আপত্তি তোলেন এ অভিনেত্রী।
নার্গিস জানান, আজহার ছবিতে ইমরান হাশমির চুমু তিনি উপভোগ করেননি। আর এজন্য প্রতি চুম্বন দৃশ্যের জন্য অতিরিক্ত মজুরিও দাবি করেন তিনি। ‘হাউজফুল ৩’ ছবিটিতে নার্গিসের সাথে আরও থাকবেন অক্ষয় কুমার, অভিষেক বচ্চন, জ্যাকলিন ফার্নান্দেজ ও লিসা হেইডেন।