এবিএনএ : সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৮টায় শুরু হওয়া এ ভোটগ্রহণ একটানা বিকাল ৪টা পর্যন্ত চলবে।
বিশিষ্ট পার্লামেন্টারিয়ান সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে আসনটি শূন্য হয়। নৌকা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন সুরঞ্জিত সেনের স্ত্রী জয়া সেন। জাতীয় পার্টি ও জাসদ নির্বাচনে প্রার্থী দিলেও পরে আওয়ামী লীগকে সমর্থন দিয়ে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ায়। প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের একসময়ের একনিষ্ঠ ভক্ত কুয়েতপ্রবাসী মাহবুব হোসেন রেজু থেকে যান লড়াইয়ের মাঠে।
সহকারী রিটার্নিং কর্মকর্তা হাফিজুর রহমান জানান, ১১০টি ভোট কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। এসময় পুলিশ, বিজিবি, র্যাব ও আনসারের ২ হাজার সদস্য মোতায়েন রয়েছে। দিরাই-শাল্লা আসনে মোট ভোটার ২ লাখ ৪৬ হাজার ১১৩ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ২৩ হাজার ৪৯১ ও নারী ১ লাখ ২২ হাজার ৬৪০ জন।
Share this content: