এ বি এন এ : সিরিয়ার দের আল জোর শহরের পূর্বাঞ্চলে অবস্থিত এক হাসপাতালে আইএসের হামলায় ৩৫ জন নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা যায়। এদিকে এই ঘটনায় আইএসের ২০ জন নিহত হয়েছে ।
দের আল জোর শহরের আল-আসাদ হাসপাতালে হঠাৎ আক্রমণ চালায় আইএস। শহরটির অর্ধেক দখল করে রাখা এই জঙ্গি গোষ্ঠী চেষ্টা করছে শহরটির আরো বেশ কিছু অংশ দখল করে নিতে। হাসপাতালে আইএস আক্রমণ চালানোর পর প্রায় ঘণ্টা ব্যাপী সরকারি বাহিনীর সঙ্গে সংঘর্ষ চলে। এ সময় হাসপাতালের কর্মী ও সরকার সমর্থিত বাহিনীর ৩৫ জনকে হত্যা করে আইএস। অন্যদিকে সরকারি বাহিনীর হামলায় এ সময় মারা যায় আইএসের ২০ জন সদস্য। আইএসের সদস্যরা হাসপাতাল ত্যাগের পূর্বে বেশ কয়েকজন হাসপাতাল কর্মচারী ও ডাক্তারকে অপহরণ করে নিয়ে যায়। তাদের ভাগ্যে কি আছে তা এখন পর্যন্ত স্পষ্ট নয়।
উল্লেখ্য, গত দুই বছর ধরে রাক্কা শহরের সংযোগ স্থল হিসেবে তেল সমৃদ্ধ দের আল জোর শহরের অর্ধেকাংশ দখল করে রেখেছে। আইএসের কল্পিত খেলাফতের রাজধানী হিসেবে ঘোষণা করা হয়েছে রাক্কাকে। রাক্কা ও দের আল জোর শহরের দুই লাখ মানুষকে জিম্মি করে রেখেছে তারা।