এবিএনএ : দেশজুড়ে আলোচনার তুঙ্গে থাকা কুমিল্লার কলেজছাত্রী সোহাগী জাহান তনুর মা-বাবা ও তার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদের জন্য সিআইডি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। আজ শনিবার বিকালে তাদের সিআইডি কার্যালয়ে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছেন সিআইডির কুমিল্লা-নোয়াখালীর বিশেষ পুলিশ সুপার ড. মো. নাজমুল করিম খান।
গত ২০ মার্চ খুন হন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু। এই ঘটনার বিচার দাবিতে দেশজুড়ে চলছে তোলপাড়। আলোচিত এই হত্যাকাণ্ডের তদন্তের দায়িত্ব পেয়েছে সিআইডি। সরকারের উচ্চমহল থেকে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের জন্য নির্দেশ রয়েছে।