খেলাধুলালিড নিউজ

দ্রুত ছয় উইকেট হারিয়ে কাঁপছে উইন্ডিজ

এবিএনএ: ওয়েস্ট ইন্ডিজের প্রথম উইকেট তুলে নেন সাকিব আল হাসান। দলের রান তখন ২৯। এরপর ধাক্কা কিছুটা সামলে নেয় উইন্ডিজ। কিন্তু মাশরাফির জোড়া আঘাত চাপে ফেলে দিয়েছে তাদের। এরপর মেহেদি মিরাজ দ্বিতীয় স্পেলে এসেই ফেরান হেটমায়ারকে। শতরান পেরোতেই তৃতীয় আঘাত হানেন মাশরাফি। এরপর উইকেট তুলে নেন রুবেলও। সর্বশেষ খবর পর্যন্ত ৪০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২৮ রান তুলেছে ক্যারিবিয়রা। ক্রিজে আছেন রোস্টন চেজ ও কেমো পল।

দলীয় ৬৫ রানের মাথায় অধিনায়ক মাশরাফির বলে ব্রাভোর দুর্দান্ত এক ক্যাচ নেন ইনজুরি কাটিয়ে ফেরা তামিম। ব্যক্তিগত ১৯ রানে ফেরেন ড্রারেন ব্রাভো। এরপর মিরাজের ক্যাচে পরিণত করেন ওপেনার শাই হোপকে। তিনি খেলেন ৪৩ রানের ইনিংস।তার আউটের পর টেস্টে ভালো খেলা হেটমায়ার ফেরেন মাত্র ৬ রান করে। মিরাজের মুখোমুখি পাঁচ দেখায় পাঁচবারই আউট হলেন তিনি।

এরপর ক্যারিবিয় অধিনায়ককে ১৪ রানে ফেরান টাইগার অধিনায়ক মাশরাফি। তুলে নেন নিজের তৃতীয় উইকেট। ৪০তম ওভারে এসে দারুণ বল করা রুবেল ফেরান মারলন স্যামুয়েলসকে। সীমানায় লিটন দাসকে ২৫ রানে ক্যাচ দেন তিনি।

এর আগে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে বল করছেন মাশরাফিরা। বাংলাদেশ দলে এ ম্যাচে আছেন তিন পেসার। মাশরাফি, রুবেল ও মুস্তাফিজ আছেন একাদশে।

বাংলাদেশ দলের চিন্তার বিষয় ছিল সৌম্য, লিটন, ইমরুলের কে খেলবেন, কোন ব্যাটিং অর্ডারে খেলবেন। টিম ম্যানেজমেন্ট চার ওপেনারকেই দলে রেখেছে। তামিমের সঙ্গী হিসেবে দেখা যাবে লিটন দাসকে। এছাড়া সৌম্য-ইমরুলের একজনকে নিচে ব্যাট করতে দেখা যেতে পারে।

তামিম এবং সাকিব ওয়ানডে সিরিজে ফেরায় দলে এসেছে বড় পরিবর্তন। দারুণ ফর্মে থাকা মোহাম্মদ মিঠুন ও স্পিনার নাজমুল ইসলাম অপু নেই একাদশে। এছাড়া রুবেল ফেরায় বসিয়ে রাখা হয়েছে সাইফউদ্দিনকে। বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা তার ওয়ানডে ক্যারিয়ারের ২০০তম ম্যাচ খেলতে নেমেছেন আজ।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, মাশরাফি মর্তুজা, মেহেদি মিরাজ, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: কিয়েরন পাওয়েল, শাই হোপ, ড্রারেন ব্রাভো, মারলস স্যামুয়েলস, শিমরন হেটমায়ার, রোস্টন চেজ, রোভম্যান পাওয়েল, দেবেন্দ্র বিশু, কেমো পল, কেমার রোচ, ওসানে থমাস।

Share this content:

Related Articles

Back to top button