আইন ও আদালতবাংলাদেশলিড নিউজ

সহকর্মীকে ছুরিকাঘাত সিলেটে যুবলীগের চার নেতা জেলে

এবিএনএ : অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে সিলেট নগরীর চৌহাট্টায় মাহবুব আলম মিন্টু নামের এক সহকর্মীকে ছুরিকাঘাতের মামলায় চার যুবলীগ নেতাকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত। বুধবার মহানগর হাকিম আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিচারক তাদের আবেদন নামঞ্জুর করে জেলে পাঠানোর নির্দেশ দেন। জামিন নামঞ্জুর হওয়া যুবলীগ নেতারা হলেন- আহসানুল করিম মাবরুল, শাওন আহমদ, আবদুল্লাহ ও রাব্বী।

গত ৫ মে ছাত্রলীগ ও যুবলীগ টিলাগড় গ্রুপের অভ্যন্তরিণ কোন্দলের জের ধরে নগরীর চৌহাট্টা মানরু শপিং সিটির সামনে মাহবুব আলম মিন্টু নামের এক যুবলীগ কর্মীকে ছুরিকাঘাত করা হয়। ওই মামলার এজহারনামীয় আসামি ছিলেন তারা।

Share this content:

Back to top button